ভিডিও

গোবিন্দগঞ্জে অটোরিকশা চালক হত্যাকান্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৯:৪২ রাত
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ০৯:৪২ রাত
আমাদেরকে ফলো করুন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা চালক দুলা মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতের মানববন্ধন শেষে কাটামোড়ে ঘন্টাব্যাপী আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন শেষে আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটামোড়ে বেড়িকেট দিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকালে দুলা মিয়ার হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বক্তব্য রাখেন নিহত দুলার স্ত্রী আসমা বেগম, ছেলে আরিফ হোসেন, বড় ভাই সাইফুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মোতিন মোল্লা, ইউপি সদস্য তুষার মিয়া, এলাকাবাসীর পক্ষে আব্দুল হালিম, ওয়েজ কুরানি, স্বপন মিয়া, আলমগীর হোসেন, পল্লী চিকিৎসক এমরান সরকার প্রমুখ।

এদিকে নিহত বেরিকেটে আটকা পরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সড়ক থেকে বেরিকেট তুলে নেয়ার আহ্বান জানান। এসময় তিনি বলেন আগে দিনাজপুুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রাতে পুলিমের পেট্রোল গাড়ি থাকতো। এখন আর চোখে পরে না।

তিনি দ্রুত পুলিশি নজরদারির মাধ্যমে জনগণের নিরাপত্তা জোরদার করা দাবি জানান। পরে তিনি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ পক্ষ থেকে দুলা মিয়ার পরিবারকে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন।

খবর পেয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা নির্র্বাহী অফিসার রাসেল মিয়া, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেফতার, কাটামোড়ে সিসি ক্যামেরা আওতায় এনে পুলিশবক্স স্থাপনসহ তাদের বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS