ভিডিও

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ১১:৪১ দুপুর
আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ০১:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও জানা যায়নি বলে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। 

দুর্ঘটনায় আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আহত আহির উদ্দিন ও তার ছেলে সামিউলকে তাদের স্বজনরা বৃহস্পতিবার সকালে ঢাকায় নিয়ে গেছেন। তাদের বাড়ি গাজীপুর জেলায়। 

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, গুরুত্ব দিয়ে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কিশোরগঞ্জের মোবারকের (৩২) অবস্থা কিছুটা গুরুতর।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনার পর মৃত চারজনের পরিচয় পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে নিহত পাঁচজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুরে হতে পারে বলে ধারণা পুলিশের।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কে পাহাড় থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয় শ্রমিক বহনকারী ট্রাকটি। এতে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়। শ্রমিকরা কাজের উদ্দেশ্যে গাজীপুর থেকে উদয়পুর যাচ্ছিল। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে তাদের একটি ব্রিজের কাজ করার কথা ছিল।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS