ভিডিও

চট্টগ্রামে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১১:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে চট্টগ্রাম নগরের বাসা থেকে মাদ্রাসায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। 
তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 
মোস্তাক আহমেদ কুতুবীর সহকর্মী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মো. মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তিনি সকালে নগরীর চান্দগাঁও এলাকার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সকাল ৯ টায় পায়ে হেঁটে কালুরঘাট ফেরিতে উঠেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS