ভিডিও

কাহালু রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: মে ০২, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট: মে ০২, ২০২৪, ০৮:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু রেল স্টেশনে লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে আব্দুর রহিম (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে। আব্দুর রহিম কাহালু বাজার এলাকার (হাইস্কুল রোড) মৃত ছালামতুল্যার ছেলে। তিনি আগে সাইকেল মেরামতের কাজ করতেন।  

রহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কানে কম শুনতেন। এর আগেও তিনি কাহালু রেল স্টেশনে ট্রেনের সাথে ধাক্কায় আহত হয়েছিলেন। ঘটনার দিন রাতে বিদ্যুৎ চলে গেলে তিনি গরমের কারণে বাড়ি থেকে বের হয়ে রেল স্টেশন এলাকায় আসেন। ট্রেন আসছে বিষয়টি বুঝতে না পেরে আব্দুর রহিম ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহন হয়ে মারা যান। 

আজ বৃহস্পতিবার সকালে কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। কাহালু স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম আব্দুর রহিমের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। 

  

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS