ভিডিও

দিনাজপুর সদরসহ তিন উপজেলায় প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত: মে ০৩, ২০২৪, ১০:২০ রাত
আপডেট: মে ০৩, ২০২৪, ১০:২০ রাত
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি :  ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ৩য় পর্যায়ে ২ মে বৃহস্পতিবার অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৩টি উপজেলায় (দিনাজপুর সদর, চিরিরবন্দর ও খানসামা) ১৩ জন চেয়ারম্যান, ১১জন ভাইস চেয়ারম্যান ও ১০ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ আফতাব উজ্জামান। দিনাজপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ইমদাদ সরকার, মোঃ রবিউল ইসলাম ও মোঃ ফয়সল হাবিব, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম, মোঃ আহসানুজ্জামান, রিনা কুমারী রায় (পারুল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসমিন লুনা ও মোছাঃ কুলসুম বানু মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, মোঃ মোকারাম হোসেন, মোঃ আহসানুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান ও সুনীল কুমার সাহা, ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল্লাহ, মোঃ জামাল উদ্দিন, সুমন চন্দ্র দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তরু বালা রায়, মোছাঃ ওয়াজিদা খাতুন, পুর্ণিমা মহন্ত, মোছাঃ লায়লা বানু মনোনয়ন পত্র দাখিল করেছেন।

খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে মোঃ সাইফুল ইসলাম, রাকেশ গুহ, মোঃ সহিদুজ্জামান শাহ, মোঃ সফিউল আযম চৌধুরী ও মোঃ আনোয়ার হোসেন রানা, ভাইস চেয়ারম্যান পদে এটিএম সুজাউদ্দিন শাহ, মোঃ রেজাউল করিম, ধীমান চন্দ্র দাস, মোঃ হাজ্জাজ আল হাদী ও মোঃ মসউদ হোসেন চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মঞ্জিল আফরোজ পারভীন, পলি রায়, মোছাঃ সারমিন রহমান, মোছাঃ গুলসান জান্নাত মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ, আগামী ২৯ মে এউ তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS