ভিডিও

সাড়ে ৫ মাস পর হিলি হয়ে এলো পেঁয়াজ

প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আপডেট: মে ১৪, ২০২৪, ০৭:৪৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

হিলি বন্দর দিয়ে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। দীর্ঘ সাড়ে পাঁচমাস পর মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেঁয়াজবোঝায় একটি ট্রাক বন্দরে প্রবেশে করে।

প্রথমদিন এসেছে ৩০ মেট্রিক টন পেঁয়াজ। আমদানিকারক আর এসবি নামের একটি প্রতিষ্ঠান। আমদানি করা ভারতীয় এ পেঁয়াজে টনপ্রতি খরচ পড়েছে ৫৫০ ডলার।

 

এরআগে ৪ মে থেকে পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার। পরে ৫ মে কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেন ব্যবসায়ীরা। আবেদনের পর ২৫ আমদানিকারককে প্রায় ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের (উদ্ভিদ সংগনিরোধ) উপ-সহকারী ইউসুফ আলী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS