ভিডিও

উখিয়ায় বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট: মে ১৬, ২০২৪, ০৯:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার উখিয়ার কোট বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ৮ টার দিকে উখিয়া উপজেলার কোটবাজার এলাকার দক্ষিণ স্টেশন, পশ্চিম রত্মাপালং, ৯নং ওয়ার্ডে বাসায় ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার লাশ।

এনজিও কর্মীর নাম আবদুল্লাহ আল মাসুদ। তিনি মহেশখালী থানার বড় মহেশখালী গ্রামের মোহাম্মদ শফির ছেলে।

জানা যায়, স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে ইউপি সদস্যের সহায়তায় উখিয়া থানা পুলিশকে জানানে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ আল মাসুদ একটি এনজিও সংস্থায় কর্মরত। ৪ থেকে ৫ মাস যাবৎ তিনি এই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। 

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS