ভিডিও

ছাত্রীকে শ্লীলতাহানি মামলায় কারাগারে মাদরাসা সুপার

প্রকাশিত: মে ১৭, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট: মে ১৭, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের দাখিল মাদরাসার সুপার (প্রধান) হাসিবুর রহমান হাসিবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন সড়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে শিশুটির বাবা বাদী হয়ে মাদরাসা সুপারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ওই শিশু ও তার ভাই প্রতিরাতে মাদরাসা সুপারের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার (১৬ মে) রাতে পড়তে গেলে তিনি শিশুটির ভাইকে ওজু করতে পাঠান। পরে একা পেয়ে শিশুটির শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে শিশুটি কান্না করতে থাকে এবং একপর্যায়ে মাকে সব বলে দেয়। এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার মিত্র জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS