ভিডিও

নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার দুই যুবক

প্রকাশিত: মে ২০, ২০২৪, ০৬:৫৯ বিকাল
আপডেট: মে ২০, ২০২৪, ০৬:৫৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নোয়াখালীর সেনবাগে ৯৬ বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

সোমবার (২০ মে) ভোর পৌনে ৬টার দিকে সেবারহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতাররা হলেন, উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপুর গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে দেলোয়ার হোসেন (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটে সেবারহাট বাজারের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে পাচারের সময় ৯৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় অটোরিকশাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরও জানান, গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা নির্বাচনের আগের রাতে সরবরাহ করতে এসব মদ নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন।

 

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS