ভিডিও

শ্রীপুরে জাল ভোট দিতে এসে কারাগারে দুই যুবক 

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:০৫ দুপুর
আপডেট: মে ২১, ২০২৪, ১০:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

হোসাইন আহমেদ : গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোট দিতে এসে ধরা পড়ে দুই যুযককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ মে) দুপুরের পর তারা ভোট দিতে আসে। তারা হলো মো. রাজিব (১৮) ও মো. শাহিন (২৪)। তারা ঘোড়া প্রতীকে জাল ভোট দিতে এসেছে বলে স্বীকার করেছে। এর মধ্যে মো. শাহীনকে ১০ দিনের ও মো. রাজিবকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন গাজীপুর-৩ আসনের এমপি ও প্রতিমন্ত্রী রুমানা আলী তুষীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ কারাদণ্ডাদেশ দেন। এছাড়াও শাইখা সুলতানার অভিযোগের ভিত্তিতে দায়িত্ব অবহেলার কারণে গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের পোলিং ও প্রিজাইজিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS