ভিডিও

অনিয়মের অভিযোগে ধুনটে সরকারি খাদ্যগুদাম কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট: মে ২৩, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা সদরের সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) নুরে আলম সিদ্দিকীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক গুদামটি পরিদর্শনকালে অনিয়মের অভিযোগ পেয়ে তাকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করেন।

আজ বৃহষ্পতিবার (২৩ মে) ধুনট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাখাওয়াত হোসেন গত ১৯ মে ধুনট সদরের সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেন।

এসময় গুদামের ভেতর মজুদ ধান-চালের বস্তাগুলো অগোছালোভাবে রাখা ছিল। এছাড়া গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী যথাসময়ে গুদামে উপস্থিত না হওয়াসহ বেশকিছু অনিয়মের চিত্র মহাপরিচালকের নজড়ে পড়ে। এ কারণে তাকে একদিনের মধ্যে ধুনট খাদ্যগুদাম ছেড়ে ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে বলা হয়।

স্ট্যান্ড রিলিজ হওয়া ওই কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, ‘উর্দ্ধতন কর্মকর্তার আদেশ অনুযায়ী চাকরি বিধি মোতাবেক ২০ মে ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেছি’।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS