ভিডিও

ভোলায় নির্বাচন পরবর্তী সংঘাতে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ১১:২৪ রাত
আপডেট: মে ২৩, ২০২৪, ১১:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

ভোলা প্রতিনিধি : ভোলায় নির্বাচন পরবর্তী সহিংতায় আব্দুল মালেক ওরফে মানিক নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ নির্বাচনের বিরোধ এবং জমির বিরোধ দুই বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজাদের হামলায় আব্দুল মালেক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) রতনপুর গ্রামে এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ২১ মে ভোলা সদর উপজেলা নির্বাচনে আব্দুল মালেক মোটরসাইকেল প্রতীকের হয়ে প্রচার প্রচারণা চালিয়েছিল। অপরদিকে তার ভাই তাজুল ইসলাম আনারস প্রতীকের হয়ে কাজ করেছে। এ নিয়ে সংঘর্ষের সময় আব্দুল মালেক নিহত হন।

তবে পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্ত চলছে এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS