ভিডিও

ইটের নিচে চাপা পড়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রকাশিত: মে ২৮, ২০২৪, ০১:৫৫ দুপুর
আপডেট: মে ২৮, ২০২৪, ০১:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও বৃষ্টিতে নরসিংদীতে ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। তারা হলেন, উপজেলার ছগরিয়াপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া জানান, প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে টিনের বসতঘরের পাশে বিশাল স্তুপ করে রাখা ইট ধসে পড়ে। এসময় টিনের বেড়া এবং চালা ভেঙে বাবা-মায়ের ওপর পড়ে। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS