ভিডিও

সারিয়াকান্দিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আদালতের নির্দেশ

প্রকাশিত: জুন ০২, ২০২৪, ১১:০৪ রাত
আপডেট: জুন ০২, ২০২৪, ১১:০৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়নের রৌহাদহ মৌজায় ১৬ শতাংশ জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দিয়েছে আদালত।

উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ মৌজার শ্রী সীতারাম সাহার ছেলে সহকারী জজ আদালতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সারিয়াকান্দির ইউএনও, এসি-ল্যান্ড, চন্দনবাইশা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্ত কে বিবাদি করে ২০২২সালের ২৫ অক্টোবর মামলাটি দায়ের করেছিলেন।

দু’বছর ধরে মামলাটি চলার পর একতরফা রায়ে আদালত বাদি গোপাল সাহার পক্ষে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনজীবী, কমিশনার ও সার্ভেয়ারগণ গত ১ জুন জায়গাটি মাপজোক করে  এর উপর থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS