ভিডিও

সোনারগাঁয়ে দুই বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট: জুন ০৮, ২০২৪, ০৯:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।   গত শুক্রবার দিনগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে ১০-১২ জন মুখোশধারী তার বাড়িতে হানা দেয়। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, ছয় ভরি সোনার অলংকার ও মোবাইলসেটসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়।

অন্যদিকে একই গ্রামের পনির হোসেনের বাড়িতে ডাকাতরা হানা দিয়ে গেইটের তালা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আড়াই ভরি সোনার অলংকার লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতিতে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS