ভিডিও

রাজশাহীর গোদাগাড়ীতে ১১১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট: জুন ১০, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ  র‌্যাব ক্যাম্পের অভিযানে ১ হাজার ১১০ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। জব্দ হয়েছে মদ তৈরির বিভিন্ন উপকরণ।

গ্রেপ্তারকৃতরা হলো- গোদাগাড়ীর বড়দৌলতপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুল করিম (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর নতুনপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. সামাদ (৩২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েল আলী (৩০)। র‌্যাব জানায়, গত শনিবার (৮জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর ইউনিয়নের চিকনডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চেলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মদ ব্যবসায়ী, মাদকসেবী ও এলাকার যুব সম্প্রদায়ের কাছে খুচরা ও পাইকারি দরে সরবরাহে জড়িত। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ প্রস্তুতকালে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS