ভিডিও

আত্রাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৯:৪৯ রাত
আপডেট: জুন ১০, ২০২৪, ০৯:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আত্রাই থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর বাগমারা উপজেরার কাঠাবাড়ি গ্রামের আহাদ আলী হাবল (৬০), একই উপজেরার মধ্যঝিকরা গ্রামের আমির হোসেন (৪৫), ভবানীগঞ্জ গ্রামের শামিম আলম ডালিম ((৩৫), দানগাছি গ্রামের জাকিরুল ইসলাম (২৫), পিদ্দপাড়া গ্রামের ফজেল প্রাং (৪৫) ও সরদার দুখু (৪৫)।

আত্রাই থানার ওসি জহুরুল ইসরাম জানান, উপজেলার ব্রজপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে আত্রাই থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টাকালে ৬ জনকে পুলিশ আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা উদ্ধারকৃত ২টি মোটরসাইকেল চোরাই বলে স্বীকার করে। এ ঘটনায় আত্রাই থানার এসআই ফরিদ উদ্দিন বাদি হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের গতকাল বিকেলে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS