ভিডিও

পটুয়াখালীর আবাসিক হোটেলে মিললো সাবেক বন কর্মকর্তার মরদেহ

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট: জুন ১২, ২০২৪, ০১:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবন্দর আলীপুরে ভাই ভাই নামের আবাসিক একটি হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামে সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বেলা ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। পরে বুধবার সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। এ সময় জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং রুমের মধ্যে টিভি চলমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, সাবেক এই বন কর্মকর্তা অনেকদিন আগেই অবসরে গিয়েছেন। কুয়াকাটায় তার কয়েকটি জমি থাকায় তিনি এখানে থেকে সেই জমি রক্ষণাবেক্ষণ করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS