ভিডিও

চরভদ্রাসনের সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট: জুন ১২, ২০২৪, ০৮:০২ রাত
আমাদেরকে ফলো করুন

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে আফসার খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তবে কি সাপ তাকে দংশন করেছিল তা জানা যায়নি।

মৃত আফসার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রয়েছে।

আফসারের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল বেলা আফসার খান ঘাস কাটার উদ্দেশ্যে চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালিপুর এলাকায় যান। দুপুর ১২টার দিকে তাকে সাপে দংশন করে। এরপর তার আত্মীয়রা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ কাপুরিয়া বলেন, আফসারকে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছেন এবং এন্টিভেনম প্রদান করেছিলেন। কিন্তু তীব্র বিষক্রিয়ার কারণে তার মৃত্যু ঘটে। রোগীর উপসর্গ ও ক্ষতস্থান দেখে বিষধর সাপের কামড় ছিল বলে ধারণা করছেন তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS