ভিডিও

প্রতিশোধ নিতে গুলি চালাতে পারে বিএসএফ, মাইকিং করছে বিজিবি

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৯:৫৫ রাত
আপডেট: জুন ১৩, ২০২৪, ১২:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালাতে পারে বলে সীমান্ত এলাকায় বাংলাদেশিদের না যেতে সতর্ক করে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করা হয়।


মাইকিংয়ে বলা হয়, বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা।


   যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এজন্য সীমান্ত এলাকা সুরক্ষা রাখতে মাইকিং করা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন বাংলাদেশি বেসামরিক লোক যেন সীমান্তে না যায় এজন্য নিষেধ করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS