ভিডিও

ইতালি প্রবাসী বাবার কাছে যাওয়া হলো না সাব্বিরের

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট: জুন ২১, ২০২৪, ০১:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে মাদারীপুরের সাব্বির আকন (১৮) নামের এক যুবক মারা গেছেন। এ খবর পাওয়ার পর থেকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহত সাব্বির আকন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম কালাইমার গ্রামের মামুন আকনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা সোমবার (১৭ জুন) ইতালির দক্ষিণ উপকূলে ডুবে যায়। এতে ১১ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে সাব্বির আকনও রয়েছেন। নিহত সাব্বিরের বাবাও দুই বছর আগে একইভাবে অবৈধপথে ইতালি যান। সাব্বির তার বাবার কাছেই যাচ্ছিলেন।

নিহত সাব্বিরের মা রহিমা বেগম বলেন, ইতালি যাওয়ার পথে সাগরে ট্রলারডুবিতে আমার ছেলে সাব্বির মারা গেছে। আমার সংসারের বড় ছেলে ছিল সাব্বির। সবাইকে সুখে রাখতে সে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু তার আগেই আমার ছেলে মারা গেলো। আমি চাই সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS