ভিডিও

পটুয়াখালীতে কৃষকের জালে ধরা পড়ল রাসেলস ভাইপার

প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০৮:২৫ রাত
আপডেট: জুন ২৪, ২০২৪, ০৮:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের জালে ধরা পড়েছে রাসেলস ভাইপার। সাপটি আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলীর ইসলামপুর গ্রামে মো. নুরু খান নামের এক ব্যক্তির বাড়ির পেছনের খালের পাড়ে রাখা জালে আটকে পড়ে। 

সাপটিকে লাঠি দিয়ে আঘাত করেন কৃষক নুরু খান। এরপর আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ  করেন। 

এরপর স্নেক রেসকিউ টিম অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া টিমকে খবর দেওয়ার। খবর পেয়ে রেসকিউ টিমের সদস্যরা সাপটিকে রাসেলস ভাইপার হিসেবে নিশ্চিত করেন। পরে রাসেলস ভাইপার শুনে স্থানীয় মানুষ এক নজর দেখার জন্য ভিড় করেন।

ইমাম হাসান হিমেল নামের এক স্থানীয় স্বেচ্ছাসেবক বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে চলে আসি। অ্যানিমেল লাভার্সের সহযোগিতা নিয়ে আমরা জানতে পারি এটা বিষাক্ত রাসেলস ভাইপার। পরে স্থানীয়দের সতর্ক থাকতে বলি। এটা আপাতত সংরক্ষিত রয়েছে।’ 

স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী মাসুদ তালুকদার বলেন, ‘রাসেল ভাইপারের নাম শুনেছি কিন্তু দেখিনি। দেখে মনে হয় সত্যি এটা বিষধর সাপ। এর থেকে আমরা সবসময় সাবধানে থাকব। এলাকার সবাইকে অনুরোধ করব ঘরবাড়ির আঙিনা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখে।’

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী বলেন, ‘আমাদের একটি টিম ঘটনা গেছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করব।’

বায়জিদ মুন্সী বলেন, ‘সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হয়ে আমাদের খবর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাপের শিকার হলে নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সাপ ধরার রেস্কিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীব বৈচিত্র্যের জন্য অনেক উপকারী বন্ধু। যা খাদ্য শৃঙ্খল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড. শংকর চন্দ্র অধিকারী বলেন, ‘রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS