ভিডিও

রাজশাহী বোর্ডে এইসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৮ হাজারেরও বেশি

পরীক্ষা শুরু ৩০ জুন

প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট: জুন ২৬, ২০২৪, ০১:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ২০৩টি কেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিবে। আগামী ৩০ জুন এ পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী জেলার ৪১ টি কেন্দ্রে ১৭৩ প্রতিষ্ঠানের ২৮ হাজার ২১০ জন, চাঁপাই নবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৫৬ প্রতিষ্ঠানের ৯ হাজার ৯ শ ৬৩ জন, নাটোরের ২০ কেন্দ্রে ৮৬ প্রতিষ্ঠানের ১১ হাজার ৫শ ৮৮ জন, নঁওগা জেলার ২৫ কেন্দ্রে ৮৩ প্রতিষ্ঠানের ১২ হাজার ৭শ ৭১ জন, পাবনা জেলার ২৮ কেন্দ্রে ৯১ প্রতিষ্ঠানের ১৮ হাজার ৭শ ৭৮ জন, সিরাজগঞ্জের ৩০ কেন্দ্রে ১০৬ প্রতিষ্ঠানের ২৩ হাজার ২শ ৫৩ জন, বগুড়ার ৩২ কেন্দ্রে ১১৭ প্রতিষ্ঠানের ২৬ হাজার ৭শ ২৭ জন, জয়পুরহাট জেলার ১২ কেন্দ্রে ২৯ প্রতিষ্ঠানের ৬ হাজার ৮শ' ৬৭ জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিবে।

এবার মোট ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭২ হাজার ২৪৬ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৯১১ জন। মোট নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৪শ ৮৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ২১ হাজার ৮শ ১৭ জন। বিভাগ উন্নয়ন ৮৪৫ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী মাত্র ১০ জন।

এ বিষয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গোপনীয় মোঃ জহিরুল হক বলেন, ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা আগামী ৩০শে জুন শুরু হবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুর রহমান বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ ও নকল মুক্ত করতে বোর্ডের টিমের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন তদারকিতে থাকবেন। পরীক্ষার্থীদের ১ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS