ভিডিও

ময়মনসিংহে বাস খাদে; নিহত ১, আহত ১০

প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৩:১৬ দুপুর
আপডেট: জুন ২৭, ২০২৪, ০৩:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া নিউজ ডেস্ক:  যাত্রীবাহী বাস খাদে পড়ে ময়মনসিংহের ভালুকায় পলাশ চন্দ্র দাস (৩৩) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ যাত্রী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘণ্টাব্যাপী ঢাকাগামী লেনটি বন্ধ রেখে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিহত বাস হেলপার পলাশ চন্দ্র দাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চকনারায়ন পুর গ্রামের বাসিন্দা কালিচরন দাসের ছেলে। তবে এ দুঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী তানজিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-ব-১১-০১১৪) অতিক্রম করার সময় ঢাকাগামী এনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তানজিয়া পরিবহনের বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বপাশে ৩০ ফুট নিচে খাদে পড়ে এ দুঘটনা ঘটে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS