ভিডিও

ফেনীতে অবৈধ ক্যাবল ক্যাবল অপারেটরকে জরিমানা 

প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০১:৫৪ দুপুর
আপডেট: জুন ২৮, ২০২৪, ০১:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া নিউজ ডেস্ক:  ফেনী শহরে অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।

এসময় লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, অবৈধ ক্যাবল অপারেটররা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS