ভিডিও

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, লুটে নিল বন্দুকও 

প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০৪:০১ দুপুর
আপডেট: জুন ২৮, ২০২৪, ০৪:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া নিউজ ডেস্ক:  সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়  টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার বন্দুকও লুট করে নিয়ে গেছে ডাকাত দল।  

বৃহস্পতিবার (২৭ জুন) গভীররাতে উপজেলার দেবিশহরে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ ডাকাতি হয়।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে পাঁচ-সাতজনের একদল ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেয়। এরপর বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান সম্পদ এবং তার লাইসেন্স করা একটি বন্দুক লুট করা হয়।  

খবর পেয়ে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS