ভিডিও

সারিয়াকান্দিতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ১০:৩৫ রাত
আপডেট: জুন ২৮, ২০২৪, ১০:৩৫ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে জনি আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজ কর্ণিবাড়ী ইউনিয়নের হান্নান প্রামাণিকের স্ত্রী।

জানা গেছে, জনি আক্তার বাড়ির পাশের মাঠে তার ছাগলকে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখেছিলেন। শুক্রবার জুম্মার নামাজের পর বৃষ্টি শুরু হওয়ায় জনি ছাগল আনতে মাঠে গেলে বজ্রপাতে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যান।

পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই জনির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS