ভিডিও

পিকনিকের নৌকা থেকে যুবক নিখোঁজ, একদিন পর মিললো মরদেহ

প্রকাশিত: জুলাই ০১, ২০২৪, ০৯:২৪ রাত
আপডেট: জুলাই ০১, ২০২৪, ০৯:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

গাজীপুর প্রতিনিধি  : গাজীপুরের শ্রীপুরে পিকনিকের নৌকা আটকিয়ে দুর্বৃত্তের হামলার ঘটনায় মো. নুরুজ্জামান (৩০) নামে এক যুবক নিখোঁজ হন। এ ঘটনার একদিন পর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের খিরু নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা। 

নিহত মো. নুরুজ্জামান উপজেলার সোনাব গ্রামের মো. রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন পোলট্রি ব্যবসায়ী। 

জানা গেছে, গত রোববার  নৌকায় আনন্দ ভ্রমণ থেকে ফেরার পথে সন্ধ্যায় দুর্বৃত্তরা তাদের নৌকায় হামলা চালিয়ে মারধর করে। এ সময় নিখোঁজ হন নুরুজ্জামান। নৌকায় থাকা যাত্রীদের অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুর্বৃত্ত নৌকায় হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে নারী পুরুষসহ অনেকেই আহত হয়েছে। 

এ সময় সেখানে থাকা যাত্রী শাহাদাত হোসেন বলেন, ৩৫ জনের একটি দল নৌকায় নদী পথে আনন্দ ভ্রমণে যাই। সকাল থেকে শীতলক্ষ্যা ব্রহ্মপুত্র নদীতে ঘোরাঘুরি শেষে বাড়িতে ফিরছিলাম সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে। কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের আব্দুস ছালামের দোকানে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। এ সময় অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করে। কমপক্ষে ৩০ মিনিট মারধর করে সবার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। 

নিহতের ছোট ভাই আব্দুল হামিদ বলেন, রোববার সকালে ভাই বাড়ি থেকে নদী পথে পিকনিকে যাওয়ার কথা বলে যায়। রাতে হামলার ঘটনা শুনি। অনেকেই নিখোঁজ রয়েছে তার সঙ্গে আমার ভাইও নিখোঁজ রয়েছে জানায়। এরপর সারা রাত ভাইকে খুঁজে তার কোনো সন্ধান পাইনি। আজ সকালে খিরু নদীর তীরে ঝোপঝাড়ের ভেতর ভাইয়ের মরদেহের সন্ধান পাই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS