ভিডিও

ত্রাণ নিতে এসে পানিতে ডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজ 

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ০১:৫৯ দুপুর
আপডেট: জুলাই ০২, ২০২৪, ০১:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ত্রাণ নিতে এসে নৌকাডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। জেলার দোয়ারাবাজারে আজমপুর ফেরীঘাট পারাপারের সময় একটি ছোট নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৭ জন পানিতে ডুবে যান। নৌকার মাঝিসহ ৪ জনকে উদ্ধার করলেও ৩ জন এখনও নিখোঁজ আছেন।

নিখোঁজ ৩ জন হলেন- জোৎস্না বেগম (৪২), দেড় বছরের মেয়ে শিশু ময়না এবং গোল বিবি (৭০)। তারা ৩ জনই আজমপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা।  

স্থানীয়দের তথ্য মতে, তারা ত্রাণ আনতে যাচ্ছিলেন। নদীতে প্রবল স্রোত থাকার কারণে স্রোতের ঘূর্ণির কবলে পড়ে যায় হাতে চালিত নৌকাটি। পরক্ষণে ডুবে যায় নৌকায় থাকা সকল যাত্রী। 

দোয়ারাবাজার থানার সাব ইনেস্পেক্টর মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের উদ্ধার না হচ্ছে আমাদের কার্যক্রম চলবে।  

তিনি আরও বলেন, নদীতে প্রবল স্রোত থাকার কারণে আমাদের উদ্ধার কার্যক্রম ধীর গতিতে চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS