ভিডিও

জমির বিরোধের জেরে ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৩:০৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: ফরিদপুরে ছেলের বিরুদ্ধে রাবেয়া খাতুন ময়না (৬৮) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলের দিকে ওই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রাবেয়া খাতুন বড় ছেলে কোরবান মল্লিকের সঙ্গে থাকতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত গেন্দু মল্লিকের স্ত্রী রাবেয়া খাতুন ময়নাকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড় ছেলে কোরবান মল্লিক ও তার স্ত্রী কণা বেগম কুপিয়ে জখম করেন। পরে আহত অবস্থায় কোরবান মল্লিক তার মাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

রাবেয়া খাতুনের ছোট ছেলে এসকেন মল্লিক অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তার মাকে হত্যা করা হয়েছে। বড় ভাই কোরবান ও তার স্ত্রী মাকে হত্যা করে কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে এনে ভর্তি করেন। নিজেরা হত্যা করে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছিলেন। মা বড় ভাইয়ের সঙ্গে ফরিদপুর শহরতলীর মাচ্চর ইউনিয়নের শিবরামপুরে বসবাস করতেন। আমি অন্য জায়গায় বসবাস করি, খবর পেয়ে বাড়িতে আসি।

অভিযুক্ত কোরবান মল্লিক জানান, সোমবার দুপুরের দিকে তার মা ময়না বেগম বিছানায় শুয়ে ছিলেন। সন্ধ্যার দিকে তিনি তার মাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে তার স্ত্রী কণা বেগমসহ আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS