ভিডিও

রাতে বৃষ্টির মধ্যে সড়কে পাওয়া গেলো প্রভাষকের মরদেহ

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০১:২৪ দুপুর
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৩:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: মেহেরপুরে সড়ক থেকে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের টিঅ্যান্ডটি অফিসের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম অহিদুল ইসলাম (৫৪)। তিনি মুজিবনগর ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন।

অহিদুল জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। মেহেরপুর শহরের পৌর ঈদগাহ পাড়ায় বসবাস করতেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের জন্য বের হয়েছিলেন অহিদুল। পরিবারের জন্য কেনাকাটা করতে বাজারে যাওয়ার কথা ছিল। হঠাৎ খোঁজ মেলে তিনি রাস্তায় পড়ে আছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে শহরের টিঅ্যান্ডটির সামনের সড়কের পাশে অহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS