ভিডিও

পটুয়াখালীতে বিএনপির মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ১৪

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০৮:৪৬ রাত
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৮:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

পটুয়াখালী প্রতিনিধি : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দলটির ১৪ নেতাকর্মী আহত হয়েছেন।  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়কে হামলা হয়।

 

আহতরা হলেন- রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সাকিল মিয়া, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. মামুন শিকদার, মো. লিটু বিশ্বাস, মো. গাজী সুমন ও কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের আহŸায়ক মো. আতিকুল ইসলাম দীপুসহ আরও ১০ জন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

স্থানীয়রা জানান, সারা দেশের ন্যায় পটুয়াখালীতে সমাবেশের ডাক দেয় বিএনপি। সকাল ৯টার দিকে পৌর শহরের আল কাওছার হোটেলের পেছনে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিক্ষোভ মিছিল নিয়ে যোগ দিতে আসার সময় দুর্বৃত্তরা বিএনপি নেতাদের ওপর হামলা চালায়।

বিএনপি নেতাদের দাবি, আওয়ামী সমর্থিতরা তাদের ওপর হামলা চালিয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ দেশের সব জেলায় সমাবেশ ছিল। পটুয়াখালীতেও আমাদের সমাবেশ ছিল। সমাবেশে আসার পথে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।’  

হামলার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর বলেন, ‘এটা বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।’ 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS