ভিডিও

ভারতে পাচার কালে ৭টি স্বর্ণের বার উদ্ধার করলো বিজিবি

প্রকাশিত: জুলাই ০৪, ২০২৪, ০১:১৫ দুপুর
আপডেট: জুলাই ০৪, ২০২৪, ০১:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৮১৮ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে কোনও পাচারকারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বুধবার (৩ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচার হবে- এমন খবর পেয়ে বৈকারী বিওপির একটি দল নায়েব সুবেদার শামীম আলমের নেতৃত্বে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয়। দলটি কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। তার মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগের মধ্য থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS