ভিডিও

শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে ২০ লাখ টাকা ছিনতাই, নারী গ্রেফতার

প্রকাশিত: জুলাই ০৭, ২০২৪, ১০:০৩ রাত
আপডেট: জুলাই ০৭, ২০২৪, ১০:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কারখানার কর্মকর্তাদের জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাসের প্রায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মিতু আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

গত শনিবার রাতে অভিযান চালিয়ে মিতু আক্তারকে গ্রেফতর করে র‌্যাব। তিনি মৌলভীবাজার সদরের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ জুন শ্রীপুর উপজেলার সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কয়েক যুবক র‌্যাব পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাঁদের কাছ থেকে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ মামলা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলার সূত্র ধরে গত ১২ জুন অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে র‌্যব। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে ডাকাত দলের নারী সদস্য মিতু আক্তারকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, ডাকাত দলের নির্ভরযোগ্য সদস্য মিতু। ব্যাংকের ভেতর গ্রাহক সেজে কারা বড় অংকের টাকা তুলছেন সেদিকে নজর রাখতেন তিনি। পরে তুলনামূলক সহজ টার্গেট মার্ক করতেন। টার্গেট কনফার্ম করে দলের অন্য সদস্যদের ফোনে বা মেসেজে জানাতেন। পরে টার্গেট ব্যাংক থেকে টাকাসহ বের হলে মিতু ফলো করে বাইরে বের হতেন। পরে ইশারায় বাইরে লুক আউটম্যানকে টার্গেট দেখিয়ে দিতেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, গ্রেফতার নারী আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS