ভিডিও

বাগেরহাটে সাড়ে ৬১ হাজার নকল বিড়ি জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: জুলাই ০৮, ২০২৪, ০৯:১৫ রাত
আপডেট: জুলাই ০৮, ২০২৪, ০৯:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সাড়ে ৬১ হাজার নকল বিডি জব্দ করে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার কুলিয়াবাজার এলাকায় অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির অপরাধে মেসার্স নিপা বিড়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। পরে ৬১ হাজার ৫৫০ নকল বিড়ি স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS