ভিডিও

৫ দিন পর লক্ষ্মীপুরে স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি আটক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০২:৫০ দুপুর
আপডেট: জুলাই ১০, ২০২৪, ০২:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরের কমলনগরে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের ৫ দিন পর মো. ইমন (১৯) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ইমন জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের মো. লিটনের ছেলে।

র‌্যাব জানায়, কমলনগরের চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন ইমন। পরে ভিকটিমের বাবা এর প্রতিবাদ করায় ইমনসহ এজাহারনামীয় অপরাপর আসামিরা ভিকটিমকে গত ৪ জুলাই বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ৭ জুলাই ইমনসহ ছয় জনের বিরুদ্ধে কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অপহরণ মামলার প্রধান আসামি মো. ইমনকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাব। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS