ভিডিও

সড়ক আটকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৩:৩৮ দুপুর
আপডেট: জুলাই ১৬, ২০২৪, ০৯:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। এর আগে আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও বাম গণতান্ত্রিক জোটের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বগুড়া-শেরপুর সড়ক আটকে বিক্ষোভ করছেন। 

জানা গেছে, বেলা ১টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। ক্যাম্পাসের সামনে বগুড়া-শেরপুর সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বনানীর দিকে অগ্রসর হলে সরকারি শাহ সুলতান কলেজের সামনে এসে ছাত্রলীগের বাধার মুখে পড়ে। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মিছিলে একটি অংশ বনানী দিকে গেলেও বেশিরভাগ শিক্ষার্থী ফিরে এসে ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সর্বশেষ খবর পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে নানা দাবিতে স্লোগান দিচ্ছেন। 

এদিকে শিক্ষার্থীদের সড়কে অবস্থানের কারণে বগুড়া শহরের সাথে এই সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশের একটি গাড়ি সড়কটি দিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদেরও বাধা দেন। জানা গেছে, পুলিশ সদস্যরা আশেপাশে অবস্থান করলেও সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে তারা কোন ভূমিকা পালন করছেন না। অপরদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠিসোঠা নিয়ে অবস্থান করায় বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS