ভিডিও

বাগাতিপাড়ায় কোটা সংস্কারের দাবিতে  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল 

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ০৮:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধিঃ চলমান কোটা সংস্কারের এক দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও স্যাপার কলেজের শিক্ষার্থীরা  স্কুল ও কলেজ প্রধান গেট থেকে দয়ারামপুর বনপাড়া প্রধান সড়ক অবোরোধ করে রাখে।

এ সময় তারা দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর  হামলা , হত্যা ও  কোটা বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে  নেওয়া না হলে সারা দেশের সাথে সমন্বয় করে তারা আন্দোলন চালিয়ে যাবেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS