ভিডিও

ফুটবল খেলা নিয়ে বিরোধে

বগুড়ায় ৩ যুবক ছুরিকাহত ককটেল উদ্ধার

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ১০:১৫ রাত
আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১০:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তিন যুবককে ছুরিকাহত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাহতরা হলো, শহরের নারুলী এলাকার সুলতান সালাউদ্দিনের ছেলে মাসুদ রানা (২৫), একই এলাকার আব্দুল বারীর দুই ছেলে রায়হান ইসলাম (২৮) ও সাকিব আল হাসান (২২)। আহতদের মধ্যে রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং রায়হান ও সাকিবকে শহরের ঠনঠনিয়ায় আল সাফা নামে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নারুলীতে একদল যুবক ফুটবল খেলছিল। এ সময় এক মাদকাসক্ত যুবক এসে তাদের খেলায় বাধা দেয়। তখন এ নিয়ে তাদের সাথে মাদকাসক্ত যুবকের বাক বিতন্ডা হয়। এরপর ওই যুবক ফিরে গিয়ে তার সহযোগী ১০-১২  জনকে নিয়ে ককটেল ও ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফুটবলার যুবকদের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা মাসুদ রানা, রায়হান ও সাকিবকে ছুরিকাহত করে। পরে লোকজন আহতদের উদ্ধার ওই হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে দেয়। এঘটনায় সদর থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS