ভিডিও

সান্তাহারের মেয়র পৌরভবনে না আসায় পৌর কার্যক্রমে স্থবিরতা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ১১:০১ রাত
আপডেট: জুলাই ২৯, ২০২৪, ১১:০১ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বেশ কয়েক দিন ধরে পৌরভবনে না আসায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। জানা যায়, দেশে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু পৌরসভায় আসছে না।

মেয়র পৌরসভায় না আসায় জনমনে নানা প্রশ্নে সুষ্টি হয়েছে। অনেকের ধার না নতুন করে কোন মামলায় না পড়তে বা গ্রেপ্তার এড়াতে  তিনি জনসম্মুখে আসছেন না। জানা গেছে তার বিরুদ্ধে যে সব মামলা রয়েছে সে সব মামায় তিনি জামিনে রয়েছেন।

সান্তাহার পৌর প্যানেল-১ জার্জিস আলম রতন জানান, মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর পৌরভবনে না আসায় পৌরসভার বিভিন্ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ ব্যাপারে সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS