ভিডিও

টঙ্গীতে নাশকতা মামলায় সিটি কাউন্সিলরসহ ৮ জন গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আপডেট: জুলাই ৩০, ২০২৪, ০৩:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

গাজীপুরের টঙ্গীতে নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা আবুল হাসেমসহ আটজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার নাশকতার এক মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির সাবেক নেতা আবুল হাসেমকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের এক বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আবুল হাসেম টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিটি নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, নাশকতার একাধিক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, নাশকতার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. নাজির হোসেন খান বলেন, টঙ্গী পূর্ব থানার নাশকতার মামলায় কাউন্সিলর আবুল হাসেমকে গ্রেপ্তার করেছে ডিবি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS