ভিডিও

ফেনীতে গণমিছিলে কাফনের কাপড় পরে শিক্ষার্থীরা

প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ০৯:২৭ রাত
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ০৯:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

ফেনীতে আজও বৃষ্টি উপেক্ষা করে গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ শুক্রবার বাদ জুমা শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে কাফনের কাপড় পরিধান করে গণমিছিলে অংশ নিতে দেখা গেছে।
 
‍‍‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি নিয়ে শহরের ইসলামপুর রোড হয়ে ট্রাংক রোডস্থ খেজুর চত্বর দখলে নিয়ে পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকরী শিক্ষার্থীরা। পরে সেখানে সড়ক অবরোধ করে প্রায় ৩০ মিনিট অবস্থান নিয়ে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মোনাজাত করেন তারা।
 
তবে, এ কর্মসূচিকে কেন্দ্রকরে প্রধান প্রধান রোডে পুলিশ সতর্ক অবস্থান গ্রহণ করলেও মিছিলে কোনো প্রকার বাধা কিংবা বল প্রয়োগ না করায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে স্থান ত্যাগ করে শিক্ষার্থীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS