ভিডিও

নাটোরের লালপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ০৮:০৪ রাত
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০৮:০৪ রাত
আমাদেরকে ফলো করুন

লালপুর (নাটোর) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ ৯ দফা দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন নাটোরের লালপুরের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ জনতা। এ সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারে সামাবেত হয়। পরে সাড়ে ৩টার দিকে মিছিল নিয়ে বিলমাড়িয়া টু লালপুর সড়কের মোমিনপুর ঝাপরা-বটতলায় এসে শেষ হয়।

এসময় উপজেলার রামকৃষ্ণপুর চিনি-বটতলা এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম আহমেদ বলেন, যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল। তবে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS