ভিডিও

রংপুরে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ১০:৪৩ রাত
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ১০:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেপ্তার হওয়া সকল শিক্ষার্থীর মুক্তিসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার (৩ আগস্ট) শনিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা শান্তিপূর্ণ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারী করে। মিছিলটি নগরীর প্রেস ক্লাব থেকে কাচারীবাজার হয়ে মেডিকেল মোড় ঘুরে আবারও প্রেস ক্লাব এসে শেষ করে।

এদিকে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, নিপীড়ন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, রংপুর জেলার দফতর সমন্বয়ক কনক রহমানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ শনিবার (৩ আগস্ট) প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ  রংপুর জেলা শাখার সমন্বয়ক জেএসসি রংপুর জেলার সভাপতি আমিন উদ্দিন বিএসসির নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেএসডি রংপুর মহানগরের নেতা এবিএম মশিউর রহমান, আব্দুস সাদেক জিহাদী, গণসংহতি আন্দোলন রংপুর জেলার সমন্বয়ক, তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাখখারুল মুন, আসিফ ইকবাল সাজু প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS