ভিডিও

বগুড়ার সারিয়াকান্দিতে বৈষম্যবিরোধী আন্দেলনকারীদের মিছিল

আ’লীগ নেতার দোকানে হামলা-ভাঙচুর

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ১১:২২ রাত
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ১১:২২ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে চলমান কোটা সংষ্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তার  ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে তারা।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকায় বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দোকানে তারা হামলা ও ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতার ওষুধের দোকানের ওষুধপত্র রাস্তায় ফেলে দেয়।

হামলার শিকার ভেলাবাড়ী ইউনিয়ন আ'লীগের সভাপতি এনামুল করিম পুটু জানান, তিনি ও স্বেচ্ছাবেক লীগ নেতা শাফি আলমসহ তার ওষুধের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মিছিলকারীরা তার উপরে হামলা করে ও দোকানের বেশ কিছু ওষুধের বক্স রাস্তায় ফেলে দেয়।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সেখানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আ'লীগ নেতা পুটুর দোকানসহ দুটি দোকানে ভাঙচুর করেছে। বিষয়টি আমাকে মুঠোফোনে জানানো হয়েছে । এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS