ভিডিও

ঝিনাইদহে সংঘর্ষে পুলিশ–আন্দোলনকারী , গুলিবিদ্ধ ১১

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০৩:২৮ দুপুর
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০৩:২৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে।আজ রোববার দুপুরের দিকে আন্দোলনকারীরা সদর থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলা করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা শুরু হয়। 

রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে শুরু হয় এ সংঘর্ষ।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শর্ট গান থেকে গুলি ছোড়ে। এক পর্যায়ে শহর রণক্ষেত্রে পরিণত হয়। এতে ১১ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে।

 

ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও আন্দোলনকারীরা রাস্তায় রয়েছে। যানবাহন-দোকানপাট বন্ধ রয়েছে। পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS