ভিডিও

 পালানোর সময়ে বরিশালের আ.লীগ নেতা আটক

প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৪, ০৭:২৩ বিকাল
আপডেট: আগস্ট ০৮, ২০২৪, ০৭:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ভারতে পালিয়ে যাওয়ার সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব হোসেন টুটুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছোড়া গুলিতে পা হারান। এরপর দলে শক্ত অবস্থান গড়ে একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে থাকেন। সাদিকের হয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ব্যবসার দখল নিয়ে নেন। এই টাকায় ভারতেও বাড়ি গড়েছেন বলে জানা যায়।

সর্বশেষ ৪ আগস্ট নগরীর সদর রোডে আন্দোলনকারীদের ঠেকাতে ব্যাপক গুলিবর্ষণ ও অস্ত্রের মহড়া দেয় টুটুল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS