ভিডিও

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে আহত কলেজছাত্র রাহুলের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট: আগস্ট ১০, ২০২৪, ১২:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে পুলিশের ছড়রা গুলি ও টিয়ার সেলে আহত কলেজছাত্র রাহুল ইসলাম (১৭) অবশেষে মারা গেছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে তার মৃত্যু ঘটে।

তার সহপাঠী লিমন ইসলাম জানান, গত ৪ আগস্ট আন্দোলন তীব্রতর হওয়ার সময় বেলা আনুমানিক ২.৩০ মিনিটে নিরাপদ আশ্রয়ের জন্য আদালত প্রাঙ্গণে যান। সেই আদালত প্রাঙ্গণেই রাহুল ছড়রা গুলি ও টিয়ার সেলে আহত হন।

রাহুল দিনাজপুর সদর থানাধীন ফাজিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মোসলেম উদ্দীনের পুত্র। তিনি রাণীগঞ্জ এহিয়া হোসেন কলেজের এইচএসসি’র ২য় বর্ষের ছাত্র।

চিকিৎসকরা জানান, রাহুলের কোমরের নিচে উভয় পায়ের উরুতে ও হাতে ছড়রা গুলি ও মুখে টিয়াস সেলে আহত হন। তার মৃত্যুর খবর শুনে বিশ্ববিদ্যালয় হাবিপ্রবিসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে আসেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS