ভিডিও

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট: আগস্ট ১২, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বেড়েছে। আজ সোমবার (১২ আগস্ট) পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন পানি আরও পারতে পারে বলে জানিয়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড।

উজানের ভারি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি গত ৯ আগস্ট থেকে বাড়তে শুরু করেছে। গত রোববার সকালে উপজেলার মথুরাপাড়া পয়েন্টে এ নদীর পানির উচ্চতা ছিল ১৫.১৪ মিটার।

পরে পানি বৃদ্ধি পেয়ে আজ সোমবার (১২ আগস্ট) সকালে উচ্চতা হয় ১৫.২৯ মিটার। এ উপজেলায় যমুনার পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। তাই পানি এখনো বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিচু এলাকার এলাকাবাসীরা পুনরায় তাদের আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গত বন্যায় উপজেলার বিশালাকার গো চারণভূমি পানিতে নিমজ্জিত হয়েছিল। ফলে এ উপজেলায় চরাঞ্চলে গো খাদ্যের সংকট দেখা দিয়েছিল। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘাসগুলো নতুন করে বেড়ে উঠতে শুরু করেছিল। তবে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আবারও ঘাসগুলো ডুবে যাবে এবং গোখাদ্যের সংকট সৃষ্টি হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

উপজেলার কাজলা কুড়িপাড়া চরের আজিজার রহমান বলেন, ‘গত কয়েকদিন আগে বন্যায় আমাদের বাড়িঘর ডুবে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিলাম। মাঠের ঘাসগুলো পানির নিচে নষ্ট হওয়ায় গরু ছাগল খাদ্য সংকট হয়েছিল। আবারও পানি বাড়ায় আমরা দুশ্চিন্তায় আছি। আবারও বেড়িবাঁধে আশ্রয় নেয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানের পাহাড়ি ঢলে এবং অতিবৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন আস্তে আস্তে পানি বাড়তে থাকবে। তবে পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS