ভিডিও

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৯:১৬ রাত
আপডেট: আগস্ট ১৪, ২০২৪, ০৯:২০ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৪ আগস্ট) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন-

গাবতলী (বগুড়া) : উপজেলা বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নেতৃত্বে বের হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, জুলফিকার হায়দার গামা, মকবুল হোসেন, মুঞ্জুর মোর্শেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, হারুন আর রশিদ, সাজেদুর রহমান সুজন, আব্দুল গফুর টুকু, আকতারুজ্জামান লিটন, মিজানুর রহমান মিন্টু, মমিনুল হাসান মোমিন, ফারুক আহম্মেদ, আবু তাহের খন্দকার, মিনহাজুল ইসলাম, একেএম পান্না, আতিকুর রহমান পিন্টু, ডা. নুহু আলম, মিজানুর রহমান হিলু প্রমুখ। এছাড়াও গাবতলী পৌর বিএনপি’র উদ্যোগে দিনব্যাপী পৃথক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পৌর মেয়র সাইফুল ইসলাম নেতৃত্বে তিনমাথার মোড়ে অনুষ্ঠিত হয়।

সারিয়াকান্দি (বগুড়া) : উপজেলা বিএনপি এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। দুপুরের দিকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে।

বিকেলে আরও একটি মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এড. নূরে আজম বাবুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, কাজী জাকির হোসেন বাবলু, অধ্যাপক সাদেক আজিজ লাবলু, নাইমুর রহমান লিটন, শ্যামল মাহমুদ, রাশেদ ইকবাল, মহিদুল ইসলাম মুন্সি, নজরুল ইসলাম নিশান, তরিকুল ইসলাম রাঙা প্রমুখ।

অপরদিকে পৌর বিএনপি’র উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও পৌর বিএনপি’র সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা নূরুল ইসলাম বাদশা, পৌর বিএনপি’র সহ-সভাপতি মাহাবুবুল আলম তপুল, লাল মাহমুদ, সোহেল রানা, তারাজুল ইসলাম ফনি, আশরাফুল ইসলাম রিপন, জহুরুল ইসলাম প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : উপজেলা বিএনপি’র উদ্যোগে বিকেলে উপজেলা সদর বিএনপি অফিসে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধু, মাহফুজুর রহমান টিকন, ইউনুছ আলী দুলাল, জুয়েল হোসেন, জুলফিকার আলী, রিয়ন শাহ প্রমুখ।

ধুনট (বগুড়া) : উপজেলা বিএনপি’র উদ্যোগে সকালে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও শেষে শহরের কলাপট্টি এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহম্মেদ পাশা, আব্দুল খালেক মন্ডল, আনিছুর রহমান বাদশাহ, মাহবুব হোসেন চঞ্চল, সাইফুল ইসলাম, আপেল মাহমুদ, মুনজিল হোসেন, কামরুল ইসলাম, সাহিদ মাহমুদ সুমন, মোহাম্মদ আলী জন, আবু তালহা শামীম, ইয়াকুল আলী, বনি আমিন, শাহাদত হোসেন প্রমুখ।


দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারজ্জামান তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস সাখিদার, আব্দুল হামিদ, মেয়র জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মফিজ উদ্দীন, ইউনুস আলী মহলদার মানিক প্রমুখ। পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনুরূপ পৃথক অবস্থান কর্মসূচি পালিত হয়।

শিবগঞ্জ (বগুড়া) : উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকালে শহীদ মুগ্ধ চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলাম।

বক্তব্য রাখেন বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল করিম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের, মাছুদ রানা মাসুম, বিপুল আহম্মেদ, মীর মুন, আল আমিন প্রমুখ।

বগুড়া (সোনাতলা) : উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশ পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আহসান হাবীব রাজা, এমদাদুল হক টুকু, আহসান হাবীব রতন, ফজলুল করিম লাজু, শরিফুল ইসলাম খান নিপু, আব্দুর রাজ্জাক, সেলিম রেজা বাবলা, পাভেল আহমেদ, হারুন অর রশিদ, মাহমুদুর রহমান রনি, মোনারুল ইসলাম মোনাই, রাজু, শফিকুল ইসলাম, তোহাদ্দেত হোসেন বাবুল, মিজানুর রহমান বাবু, সাজ্জাদুর রহমান চাঁদ, জরিফুল ইসলাম, নাসির উদ্দিন তাকবির প্রমুখ।

 কাহালু (বগুড়া) : উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেয়র আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, উপজেলা বিএনপি’র আব্দুল হান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপি’র আব্দুল মোমিন, আব্দুল করিম, পৌর বিএনপি’র মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো. শাহাবুদ্দিন, পারভেজ আলম, খোকন খান, আকতার আজম, মোহাম্মাদ আলী সুমন, আবুল কালাম আজাদ, ফাহিম আহম্মেদ সুমন, মমতা আরজু কবিতা, হাবিবুর রহমান হাবিব, রাকিব ইমতিয়াজ শাওন প্রমুখ। শেষে সাবেক এমপি মোশারফ হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

জয়পুরহাট : জয়পুরহাট জেলা বিএনপি’র দুই গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জেলা বিএনপি’র একটি মিছিল দলীয় কার্যালয় থেকে বেরিয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর তারা রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন।

বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ওবায়দুর রহমান চন্দন, যুগ্ম আহ্বায়ক রানা প্রধান প্রমুখ। অপরদিকে সকালে অপর গ্রুপের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে পাঁচুর মোড়ে  সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপি’র আহ্বায়ক মতিয়ার রহমান, এটিএম শহনেওয়াজ কবির শুভ্র, জহুরুল ইসলাম, রাইসুল ইসলাম, শফিকুল ইলাম শফিক প্রমুখ।

বাগজানা (জয়পুরহাট) : উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বিক্ষোভ মিছিলটি বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু করে শহর প্রদিক্ষণ শেষে সেখানেই এসে শেষ হয়।

পরে উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জহুরুল আলম তরফদার রুকু, মোখলেছুর রহমান, রেজাউল ইসলাম, আবুল হাসানাত মন্ডল হেলাল, জিয়াউল ফেরদৌস রাইট, মনজুরুল ইসলাম প্রমুখ।

গাইবান্ধা : খুন, গুমের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার (১৪ আগস্ট) দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলীর দুখুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এড. মঞ্জুর মোর্শেদ বাবু প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে দু'দিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথমদিন পালিত হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে শহরের কেডি'র মোড়ে বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি'র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসেন পলাশ-এর সঞ্চালনায় আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার দায়ে জড়িত নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র সহকারী সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভা'র মেয়র মো. নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন, আমিনুল হক বেলাল, শফিউল আযম রানা প্রমুখ।

পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় পৃথক পৃথকভাবে উপজেলা বিএনপি মিছিল ও সমাবেশের আয়োজন করেন। বেলা সাড়ে ১০টায় উপজেলার নিতপুরে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করে।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে সারাইগাছী বাজারে একটি মিছিল ও বিজয়স্তম্ভে সমাবেশ করে।

মিছিল ও সমাবেশ দু’টিতে পৃথক পৃথকভাবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিতপুর ইউপির সাবেক চেয়ারম্যান ছাদেকুল ইসলাম, মর্শিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন বকুল, বিএনপি নেতা আজাহার আলী, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান আলী প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে সকালে আত্রাই থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট, আহবায়ক কমিটির সদস্য, তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, ফারুখ বক্স, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, ছাত্রদল নেতা শাকিল মাহমুদ, আদর, সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী সদস্য সচিব মনোনয়ন হোসেন লোটাস প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিল শেষে আবারও দলীয় কার্যালয়ে এসে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

পৌর যুবদলের আহবায়ক মো. আলতাব হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এমএ ওয়াদুদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুর ইসলাম সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মো. হানজালা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. চপল, মহিলাদল নেত্রী শাহিনা ইয়াসমিন প্রমুখ।

অপরদিকে উপজেলা যুবদলের আহবায়ক মো. তহিদুল ইসলামের নেতৃত্বে আমাইতাড়া মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, ফেরদাউস খান, দেওয়ান ফেরদৌস হোসেন, রেজুয়ান হোসেন, আখড়াজুল ইসলাম চৌধুরী, মহিলা দলনেত্রী বেলি খাতুন, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রবিউল আলম বুলেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সোবহান, সদস্য কাজী সামছুজোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল আহম্মেদ প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহরী মোড় এলাকা থেকে শত শত নেতাকর্মীর সমন্বয়ে একটি শান্তি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান টুটুল, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহআলম।

আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা প্রমুখ।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আজ বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর হতে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব সভাপতিত্বে বক্তব্য দেন যুবদল নেতা মামুন হোসেন রাসেল, মিজানুর রহমান বাবুল, মনিরুল ইসলাম রাজা, আতিকুজ্জামান সজল প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS